ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং বাংলার মুসলমানরা হচ্ছে সর্ব নিকৃষ্ট অনুসারী।" ইসলামিক দেশগুলি কতখানি ইসলামিক এই নিয়ে গবেষণা করেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক হুসেন আসকারী।
ইসলাম ধর্মে রাষ্ট্র ও সমাজ চলার যে বিধান দেয়া হয়েছে তা যে দেশগুলি প্রতিদিনের জীবনে মেনে চলে তা খুঁজতে যেয়ে দেখা গেলো,-- যারা সত্যিকার ভাবে ইসলামিক বিধানে চলে তারা কেউ বিশ্বাসী মুসলিম দেশ নয়। স্টাডিতে দেখা গেছে সবচেয়ে ইসলামিক বিধান মেনে চলা দেশ হচ্ছে নিউজিল্যান্ড এবং দ্বিতীয় অবস্থানে লুক্সেমবার্গ। তারপর এসেছে পর্য্যায়ক্রমে আয়ারল্যান্ড, আইসল্যান্ড, ফিনল্যান্ড, ডেনমার্ক ষষ্ঠ ও কানাডা সপ্তম অবস্থানে। মালয়েশিয়া ৩৮তম, কুয়েত ৪৮তম, বাহরাইন ৬৪তম, এবং অবাক করা কান্ড সৌদি আরব ১৩১তম অবস্থানে।
গ্লোবাল ইকোনমি জার্নালে প্রকাশিত এই গবেষণায় বাংলাদেশের অবস্থান সৌদীদেরও নীচে। গবেষণায় দেখা গেছে, মুসলমানরা নামাজ, রোজা, সুন্নাহ, কোরআন, হাদিস, হিজাব, দাড়ি, লেবাস নিয়ে অতি সতর্ক কিন্তু রাষ্ট্রীয়, সামাজিক ও পেশাগত জীবনে ইসলামের আইন মেনে চলেনা। মুসলমানরা পৃথিবীর সবার চেয়ে বেশি ধর্মীয় বয়ান,ওয়াজ নসিহত শোনে কিন্তু কোন মুসলিম দেশ পৃথিবীর সেরা রাষ্ট্র হতে পারেনি।
অথচ গত ষাট বছরে মুসলমানরা অন্ততঃ ৩০০০ বার জুমার খুতবা শুনেছে। একজন চাইনিজ ব্যবসায়ী বলেছেন, মুসলমান ব্যবসায়ীরা আমাদের কাছে এসে দুই নম্বর নকল জিনিষ বানানোর অর্ডার দিয়ে বলে, অমুক বিখ্যাত কোম্পানির লেভেল লাগাবেন। পরে যখন তাদেরকে বলি আমাদের সাথে খানা খান, তখন তাঁরা বলেন, হালাল না, তাই খবোনা। তাহলে নকল মাল বিক্রি করা কি হালাল? একজন জাপানি নব্য মুসলিম বলেছেন, আমি পশ্চিমা দেশগুলিতে অমুসলিমদের ইসলামের বিধান পালন করতে দেখি, আর পূর্বের দেশগুলিতে ইসলাম দেখি কিন্তু কোন মুসলিম দেখিনা।
আলহামদুলিল্লাহ, আমি আগেই ইসলাম এবং মুসলমানদের পার্থক্য বুঝেই আল্লাহর ধর্ম ইসলাম গ্রহন করেছি। ইসলাম ধর্ম শুধু নামাজ রোজা নয়, এটি একটি জীবন বিধান এবং অন্যের সাথে মোয়ামালাত আর মোয়াশারাতের বিষয়। একজন নামাজ রোজা পড়া আর কপালে দাগওয়ালা মানুষও আল্লাহর চোখে একজন মোনাফেক হতে পারে। নবী(স) বলেছেন, "আসল সর্বহারা আর রিক্ত মানুষ হচ্ছে তারা, যারা কেয়ামতের দিন রোজা, নামাজ, অনেক হজ্জ্ব, দান খয়রাত নিয়ে হাজির হবে কিন্তু দুর্নীতি করে সম্পদ দখল, অন্যদের হক না দেয়া (দ্বীণ'হীনকে আমানতের সহিত দ্বীণ পৌছে না দেয়া) , মানুষের উপর অত্যাচারের কারণে রিক্ত হস্তে জাহান্নামে যাবে।" ইসলামের দুটি অংশ, একটি হচ্ছে বিশ্বাসের প্রকাশ্য ঘোষণা যাকে 'ঈমান' বলা হয়, আর একটি হচ্ছে বিশ্বাসের অন্তর্গত বিষয় যাকে 'এহসান' বলা হয়,-- যা ন্যায়গতভাবে সঠিক সামাজিক নিয়ম কানুন মেনে চলার মাধ্যমে বাস্তবায়ন হয়। দুটোকে একত্রে প্র্যাকটিস না করলে ইসলাম অসম্পূর্ন থেকে যায় যা প্রতিটি নামের মুসলমান দেশে হচ্ছে। ধর্মীয় বিধি নিষেধ মানা যার যার ব্যক্তিগত দায়িত্বের মধ্যে পড়ে এবং এটি আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয়। কিন্তু সামাজিক বিধি নিষেধ মেনে চলা একজন বান্দার সাথে অন্য বান্দার মধ্যকার বিষয়। অন্য কথায় ইসলামিক নীতিমালা যদি মুসলমানরা নিজেদের জীবনে ব্যবহারিক প্রয়োগ না করে, মুসলিম সমাজ দুর্নীতিতে ছেয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎ হবে অসম্মানজনক। বার্নার্ড' শ একবার বলেছিলেন, "ইসলাম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম এবং মুসলমানরা হচ্ছে সর্ব নিকৃষ্ট অনুসারী।"
আসসালামু আলাইকুম আমাদের সাইটে আপনাকে স্বাগতম🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 এই ধরনের নিত্যনতুন সংবাদ পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ
শুক্রবার, ১৭ মে, ২০১৯
বুধবার, ১৫ মে, ২০১৯
Einstein app and site কাজ করার পদ্ধতি Einstein
ধামাকা অফার চলছে
Einstein app এর মধ্যে একাউন্ট করে ভেরিফিকেশন করার সাথে সাথে পাবেন 9.45$ USD তবে অবশ্যই ভুটার আইডি কার্ড অনুযায়ী এড্রেস টা দিতে হবে কারণ আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে আমি নিজেও টাকা পাইছি আপনারাও সকলে পাবেন ইনশাআল্লাহ শুধু নিয়ম মেনে কাজটা করবেন কিভাবে কাজ করবেন অর্থাৎ কিভাবে একাউন্ট খুলবেন সেটা আমি দেখিয়ে দেব নিচের ভিডিওতে আশা করি ভিডিওটা দেখবেন কারণ সকলের জন্য উপকারী হবেhttps://youtu.be/QUPg1PO45Ec
Einstein app এর মধ্যে একাউন্ট করে ভেরিফিকেশন করার সাথে সাথে পাবেন 9.45$ USD তবে অবশ্যই ভুটার আইডি কার্ড অনুযায়ী এড্রেস টা দিতে হবে কারণ আইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে আমি নিজেও টাকা পাইছি আপনারাও সকলে পাবেন ইনশাআল্লাহ শুধু নিয়ম মেনে কাজটা করবেন কিভাবে কাজ করবেন অর্থাৎ কিভাবে একাউন্ট খুলবেন সেটা আমি দেখিয়ে দেব নিচের ভিডিওতে আশা করি ভিডিওটা দেখবেন কারণ সকলের জন্য উপকারী হবেhttps://youtu.be/QUPg1PO45Ec
বুধবার, ১ মে, ২০১৯
1 মে বিশ্ব শ্রমিক দিবস
1 মে বিশ্ব শ্রমিক দিবস হল একটি আন্তর্জাতিক দিবস এই দিনটিকে কেন্দ্র করে সারাদেশে বিভিন্ন ধরনের অনুষ্ঠান পালন করে থাকে সে অনুষ্ঠানকে কেন্দ্র করে নেত্রকোনা জেলার মধ্যে বিশ্ব শ্রমিক দিবস অনুষ্ঠান পালিত হয় সে অনুষ্ঠানের একটি ভিডিও গান নিচে দেওয়া আছে
https://youtu.be/Ca8APj1AxwM
https://youtu.be/Ca8APj1AxwM
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)
