বুধবার, ২২ মে, ২০২৪

ভারতে নিহত এমপি আনারের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন

 ঝিনাইদা ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়েছিলেন চিকিৎসা করার জন্য। সেখানে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । সে সূত্র ধরে তিনজনকে আটক করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বেশি কিছু বলা যাচ্ছে না


                            ছবি: সংগৃহীত

বুধবার (২২ মে) ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


আমরা যৌথভাবে (দুদেশের পুলিশ) কাজ করছি। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে তা আমরা দিচ্ছি।’


এমপি আনার হত্যার ঘটনায় দুদেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতি ঘটবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নেত্রকোনা: ১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার মারা গেছেন

 মঙ্গলবার রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি মারা যান।


                         ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল।


জেলা পরিষদের চেয়ারম্যান জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদ রোগে আক্রান্ত হলে বেলা সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। পরে ভারতের বেঙ্গালোরের একটি হাসপাতালে তিনি মারা যান।

তিনি গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে নেত্রকোনা এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 

এবং তিনি নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন


মঙ্গলবার, ২১ মে, ২০২৪

গাড়ি চুরি করে চোর যেভাবে পুলিশকে পিছনে পিছনে দৌড়ালো


 আমেরিকার এক চোর নিউমার্কেটের একটি গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করব তার পিছনে পুলিশ ধাওয়া করছে অনেক দূর যাওয়ার পর পুলিশ চোরকে ধরে ফেলেছে বিস্তারিত দেখুন ভিডিওতে

ইসরায়েল ও হামাসের ওপর যে প্রভাব পরবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে

 যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়ার খবরে ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


আইসিসিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে ‘এক নৈতিক আক্রমণ’ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইসরায়েল “সন্ত্রাসী সংগঠন” হামাসের বিরুদ্ধেই শুধু যুদ্ধ করছে। হলোকাস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর চালানো গণহত্যা) পর থেকে ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়ানক হামলা চালিয়ে আসছে সংগঠনটি।’


ওই পরোয়ানার আবেদন জানানো আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, ‘বর্তমানকালের সবচেয়ে বড় ইহুদিবিদ্বেষীদের একজন করিম খান।’

করিম খানকে নাৎসি জার্মানির বিচারকদের সঙ্গে তুলনা করে নেতানিয়াহু আরও বলেন, তাঁরা ইহুদি জনগণের মৌলিক অধিকার অস্বীকার করেন ও হলোকাস্ট উসকে দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে করিম খানের আবেদন জানানোর ওই সিদ্ধান্ত ‘বিশ্বজুড়ে বাড়তে থাকা ইহুদিবিরোধিতার আগুনে নিষ্ঠুরভাবে পেট্রল ঢালছে’।


ইংরেজিতে নেতানিয়াহুর দেওয়া এ বক্তব্যের একটি ভিডিও তাঁর


কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।


প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে সুর মিলিয়েছেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা। এর আগে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নিয়ে এক বিবৃতি দেন আদালতের প্রধান কৌঁসুলি ও ব্রিটিশ রাজার উপদেষ্টা করিম খান।


বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন শীর্ষস্থানীয় নেতা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইসরায়েল–হামাস চলা যুদ্ধ নিয়ে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে হামাস ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা জারির যৌক্তিকতা তুলে ধরেন তিনি।  সর্বশেষ

রাজনীতি

বাংলাদেশ

অপরাধ

বিশ্ব

বাণিজ্য

মতামত

খেলা

বিনোদন

চাকরি

জীবনযাপন

Eng

By using this site, you agree to our Privacy Policy.

OK

ছবি

ভিডিও

ছবি


মধ্যপ্রাচ্য

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ইসরায়েল ও হামাসের ওপর যে প্রভাব পড়বে

বিবিসি

আপডেট: ২১ মে ২০২৪, ১৬: ৩৬ 

ফলো করুন

একদিক থেকে নেতানিয়াহু অতুলনীয়ই বটে। তাঁকে বলা হয়, ইসরায়েলের প্রথম ‘টিভি’ প্রধানমন্ত্রীছবি: রয়টার্স

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়ার খবরে ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


আইসিসিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে ‘এক নৈতিক আক্রমণ’ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইসরায়েল “সন্ত্রাসী সংগঠন” হামাসের বিরুদ্ধেই শুধু যুদ্ধ করছে। হলোকাস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর চালানো গণহত্যা) পর থেকে ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়ানক হামলা চালিয়ে আসছে সংগঠনটি।’


ওই পরোয়ানার আবেদন জানানো আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, ‘বর্তমানকালের সবচেয়ে বড় ইহুদিবিদ্বেষীদের একজন করিম খান।’


কোনো সেনা, কোনো কমান্ডার, কোনো বেসামরিক নেতা—কেউ দায়মুক্তি নিয়ে কাজ করতে পারেন না। আইন কাউকে বেছে বেছেও প্রয়োগ করা যায় না।

করিম খান, আইসিসির প্রধান কৌঁসুলি



করিম খানকে নাৎসি জার্মানির বিচারকদের সঙ্গে তুলনা করে নেতানিয়াহু আরও বলেন, তাঁরা ইহুদি জনগণের মৌলিক অধিকার অস্বীকার করেন ও হলোকাস্ট উসকে দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে করিম খানের আবেদন জানানোর ওই সিদ্ধান্ত ‘বিশ্বজুড়ে বাড়তে থাকা ইহুদিবিরোধিতার আগুনে নিষ্ঠুরভাবে পেট্রল ঢালছে’।


ইংরেজিতে নেতানিয়াহুর দেওয়া এ বক্তব্যের একটি ভিডিও তাঁর কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।


প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে সুর মিলিয়েছেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা। এর আগে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নিয়ে এক বিবৃতি দেন আদালতের প্রধান কৌঁসুলি ও ব্রিটিশ রাজার উপদেষ্টা করিম খান।


বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন শীর্ষস্থানীয় নেতা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইসরায়েল–হামাস চলা যুদ্ধ নিয়ে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে হামাস ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা জারির যৌক্তিকতা তুলে ধরেন তিনি।  


নিজেদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে হামাস। তারা বলেছে, আইসিসির কোঁসুলি ‘ভুক্তভোগী ও নিপীড়ক’ উভয় পক্ষকে একই কাতারে শামিল করেছেন। তা ছাড়া হাজারো অপরাধ করার পর ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ অনুরোধ করায় অনেক দেরি হয়ে গেছে।



এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের উল্লেখ করে করিম খান বলেন, ‘কোনো সেনা, কোনো কমান্ডার, কোনো বেসামরিক নেতা—কেউ দায়মুক্তি নিয়ে কাজ করতে পারেন না। আইন কাউকে বেছে বেছেও প্রয়োগ করা যায় না।’


গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে (ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে) আক্রোশমূলক বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘ইসরায়েল ও হামাসকে এক করে দেখার কিছু নেই।’


এদিকে নিজেদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে হামাস। তারা বলেছে, আইসিসির কৌঁসুলি ‘ভুক্তভোগী ও নিপীড়ক’ উভয় পক্ষকে একই কাতারে শামিল করেছেন। তা ছাড়া হাজারো অপরাধ করার পর ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ অনুরোধ করায় অনেক দেরি হয়ে গেছে।


হামাস ও ইসরায়েলি নেতাদের কর্মকাণ্ডের সরাসরি তুলনা করেননি করিম খান। তবে তাঁর দাবি, দুই পক্ষই কয়েক দফা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে। তিনি গুরুত্বের সঙ্গে বলেন, সাম্প্রতিকতম এই যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ‘এক আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত এবং ইসরায়েল ও হামাসের মধ্যে এক অ–আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে’।