বুধবার, ২২ মে, ২০২৪

ভারতে নিহত এমপি আনারের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেছেন

 ঝিনাইদা ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতে গিয়েছিলেন চিকিৎসা করার জন্য। সেখানে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এ কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল । সে সূত্র ধরে তিনজনকে আটক করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে বেশি কিছু বলা যাচ্ছে না


                            ছবি: সংগৃহীত

বুধবার (২২ মে) ধানমন্ডির বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান তিনি।


আমরা যৌথভাবে (দুদেশের পুলিশ) কাজ করছি। তদন্তের স্বার্থে ইন্ডিয়ান পুলিশ আমাদের কাছে যে ধরনের সহযোগিতা চাইছে তা আমরা দিচ্ছি।’


এমপি আনার হত্যার ঘটনায় দুদেশের সম্পর্কের মধ্যে কোনো অবনতি ঘটবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নেত্রকোনা: ১ আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার মারা গেছেন

 মঙ্গলবার রাত ২টার দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭২ বছর বয়সে তিনি মারা যান।


                         ছবি: সংগৃহীত

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল।


জেলা পরিষদের চেয়ারম্যান জানান, মঙ্গলবার ঢাকার বাসায় হৃদ রোগে আক্রান্ত হলে বেলা সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রীর উদ্যোগে এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়। পরে ভারতের বেঙ্গালোরের একটি হাসপাতালে তিনি মারা যান।

তিনি গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়ে নেত্রকোনা এক আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 

এবং তিনি নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন


মঙ্গলবার, ২১ মে, ২০২৪

গাড়ি চুরি করে চোর যেভাবে পুলিশকে পিছনে পিছনে দৌড়ালো


 আমেরিকার এক চোর নিউমার্কেটের একটি গাড়ি চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করব তার পিছনে পুলিশ ধাওয়া করছে অনেক দূর যাওয়ার পর পুলিশ চোরকে ধরে ফেলেছে বিস্তারিত দেখুন ভিডিওতে

ইসরায়েল ও হামাসের ওপর যে প্রভাব পরবে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে

 যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়ার খবরে ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


আইসিসিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে ‘এক নৈতিক আক্রমণ’ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইসরায়েল “সন্ত্রাসী সংগঠন” হামাসের বিরুদ্ধেই শুধু যুদ্ধ করছে। হলোকাস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর চালানো গণহত্যা) পর থেকে ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়ানক হামলা চালিয়ে আসছে সংগঠনটি।’


ওই পরোয়ানার আবেদন জানানো আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, ‘বর্তমানকালের সবচেয়ে বড় ইহুদিবিদ্বেষীদের একজন করিম খান।’

করিম খানকে নাৎসি জার্মানির বিচারকদের সঙ্গে তুলনা করে নেতানিয়াহু আরও বলেন, তাঁরা ইহুদি জনগণের মৌলিক অধিকার অস্বীকার করেন ও হলোকাস্ট উসকে দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে করিম খানের আবেদন জানানোর ওই সিদ্ধান্ত ‘বিশ্বজুড়ে বাড়তে থাকা ইহুদিবিরোধিতার আগুনে নিষ্ঠুরভাবে পেট্রল ঢালছে’।


ইংরেজিতে নেতানিয়াহুর দেওয়া এ বক্তব্যের একটি ভিডিও তাঁর


কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।


প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে সুর মিলিয়েছেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা। এর আগে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নিয়ে এক বিবৃতি দেন আদালতের প্রধান কৌঁসুলি ও ব্রিটিশ রাজার উপদেষ্টা করিম খান।


বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন শীর্ষস্থানীয় নেতা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইসরায়েল–হামাস চলা যুদ্ধ নিয়ে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে হামাস ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা জারির যৌক্তিকতা তুলে ধরেন তিনি।  সর্বশেষ

রাজনীতি

বাংলাদেশ

অপরাধ

বিশ্ব

বাণিজ্য

মতামত

খেলা

বিনোদন

চাকরি

জীবনযাপন

Eng

By using this site, you agree to our Privacy Policy.

OK

ছবি

ভিডিও

ছবি


মধ্যপ্রাচ্য

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে ইসরায়েল ও হামাসের ওপর যে প্রভাব পড়বে

বিবিসি

আপডেট: ২১ মে ২০২৪, ১৬: ৩৬ 

ফলো করুন

একদিক থেকে নেতানিয়াহু অতুলনীয়ই বটে। তাঁকে বলা হয়, ইসরায়েলের প্রথম ‘টিভি’ প্রধানমন্ত্রীছবি: রয়টার্স

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানার মুখে পড়ার খবরে ক্রুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


আইসিসিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে ‘এক নৈতিক আক্রমণ’ বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘ইসরায়েল “সন্ত্রাসী সংগঠন” হামাসের বিরুদ্ধেই শুধু যুদ্ধ করছে। হলোকাস্টের (দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের ওপর চালানো গণহত্যা) পর থেকে ইহুদি জনগণের ওপর সবচেয়ে ভয়ানক হামলা চালিয়ে আসছে সংগঠনটি।’


ওই পরোয়ানার আবেদন জানানো আইসিসির প্রধান কৌঁসুলি করিম খানকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বলেন, ‘বর্তমানকালের সবচেয়ে বড় ইহুদিবিদ্বেষীদের একজন করিম খান।’


কোনো সেনা, কোনো কমান্ডার, কোনো বেসামরিক নেতা—কেউ দায়মুক্তি নিয়ে কাজ করতে পারেন না। আইন কাউকে বেছে বেছেও প্রয়োগ করা যায় না।

করিম খান, আইসিসির প্রধান কৌঁসুলি



করিম খানকে নাৎসি জার্মানির বিচারকদের সঙ্গে তুলনা করে নেতানিয়াহু আরও বলেন, তাঁরা ইহুদি জনগণের মৌলিক অধিকার অস্বীকার করেন ও হলোকাস্ট উসকে দেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে করিম খানের আবেদন জানানোর ওই সিদ্ধান্ত ‘বিশ্বজুড়ে বাড়তে থাকা ইহুদিবিরোধিতার আগুনে নিষ্ঠুরভাবে পেট্রল ঢালছে’।


ইংরেজিতে নেতানিয়াহুর দেওয়া এ বক্তব্যের একটি ভিডিও তাঁর কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে।


প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এ ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সঙ্গে সুর মিলিয়েছেন ইসরায়েলের রাজনৈতিক নেতারা। এর আগে আইসিসিতে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন নিয়ে এক বিবৃতি দেন আদালতের প্রধান কৌঁসুলি ও ব্রিটিশ রাজার উপদেষ্টা করিম খান।


বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের তিন শীর্ষস্থানীয় নেতা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইসরায়েল–হামাস চলা যুদ্ধ নিয়ে নানা অভিযোগ তুলে ধরা হয়েছে। বিবৃতিতে হামাস ও ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে আইসিসির পরোয়ানা জারির যৌক্তিকতা তুলে ধরেন তিনি।  


নিজেদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে হামাস। তারা বলেছে, আইসিসির কোঁসুলি ‘ভুক্তভোগী ও নিপীড়ক’ উভয় পক্ষকে একই কাতারে শামিল করেছেন। তা ছাড়া হাজারো অপরাধ করার পর ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ অনুরোধ করায় অনেক দেরি হয়ে গেছে।



এ ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের উল্লেখ করে করিম খান বলেন, ‘কোনো সেনা, কোনো কমান্ডার, কোনো বেসামরিক নেতা—কেউ দায়মুক্তি নিয়ে কাজ করতে পারেন না। আইন কাউকে বেছে বেছেও প্রয়োগ করা যায় না।’


গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনকে (ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে) আক্রোশমূলক বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ‘ইসরায়েল ও হামাসকে এক করে দেখার কিছু নেই।’


এদিকে নিজেদের নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে হামাস। তারা বলেছে, আইসিসির কৌঁসুলি ‘ভুক্তভোগী ও নিপীড়ক’ উভয় পক্ষকে একই কাতারে শামিল করেছেন। তা ছাড়া হাজারো অপরাধ করার পর ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির এ অনুরোধ করায় অনেক দেরি হয়ে গেছে।


হামাস ও ইসরায়েলি নেতাদের কর্মকাণ্ডের সরাসরি তুলনা করেননি করিম খান। তবে তাঁর দাবি, দুই পক্ষই কয়েক দফা যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ করেছে। তিনি গুরুত্বের সঙ্গে বলেন, সাম্প্রতিকতম এই যুদ্ধ শুরু হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ‘এক আন্তর্জাতিক সশস্ত্র সংঘাত এবং ইসরায়েল ও হামাসের মধ্যে এক অ–আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের প্রেক্ষাপটে’।  

শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

নির্বাচনে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক

 নির্বাচনে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক; ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটারের উপস্থিতিতে স্বতস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিভিন্নস্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। সারাদেশে তৃণমূল পর্যায়ে নির্বাচন ঘিরে যে উৎসবমুখরতা তা ধরে রাখতে সকলকে আরও সতর্ক থাকতে হবে।



শুক্রবার (১২ নভেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

পরবর্তী ধাপের নির্বাচনে যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের নির্বাচনের অনুকূল পরিবেশ ধরে রাখার জন্য নির্বাচন কমিশন ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো দায়িত্বশীল ব্যক্তি, তিনি রাজনীতি কিংবা প্রশাসনের যেই-ই হোন দায়িত্বহীন বক্তব্য সমীচীন নয়।

দেশের বিভিন্ন ইস্যুতে লক্ষ্য করা যাচ্ছে- কিছু দায়িত্বশীল রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রেখে চলেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু কোনো কোনো রাজনীতিবিদই নন, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ সভা-সমিতি-সেমিনারে তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন, মন্তব্য করছেন, যা মোটেই শোভন নয়।

তিনি বলেন, রাজনীতিবিদ কিংবা সরকারি কর্মকর্তা সবারই একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে, আচরণবিধি আছে, সকলের এ সীমারেখা মেনে চলা অতি আবশ্যক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে সকলকে বক্তব্য দেওয়া বা মন্তব্য করার ক্ষেত্রে নিজস্ব পরিমণ্ডল বিবেচনা করা তথা সীমারেখা মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের কারো কারো অতি-উৎসাহী এবং বাড়তি কথা বা বক্তব্যে জনমনে ভুল মেসেজ যেতে পারে, যা দেশের জন্য মোটেই শুভ নয়।

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্ধসমালোচনা করা বিএনপির এখন প্রতিদিনের রাজনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ ও দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচার আর অপপ্রচারের কাজটি সুনিপুণভাবে করে যাচ্ছেন।

তিনি বলেন, চূড়ান্ত বিচারে এসব অপপ্রচার বিএনপির বিরুদ্ধেই যাবে এবং যাচ্ছে, যা তারা এখনো বুঝতে পারছে না। এসব সত্য বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল।

বিএনপি মহাসচিব সেই পুরোনো ভাঙা রেকর্ড বাজাচ্ছেন আর বলছেন বিচারব্যবস্থা নাকি দলীয়করণ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে- এসব অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের সমালোচনার এসব পুরোনো হাতিয়ার এখন ভোঁতা হয়ে গেছে।

এসব বিএনপির ধারাবাহিক কল্পিত অভিযোগের চর্বিত-চর্বন মাত্র মন্তব্য ওবায়দুল কাদেরের।

দেশের বিচারবিভাগ স্বাধীনভাবেই কাজ করছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিচারের রায় বিএনপির পক্ষে গেলে বলে বিচারবিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে, বলে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তোলা তাদের পুরোনো অভ্যাস।

তিনি বলেন, বিএনপির নীতি হচ্ছে, বিচার মানি কিন্তু তালগাছ আমার।

বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে আরও বেশি ভোটে জয়ী হতে পারতো, আর হারলে বলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষ কমিশন মানে হচ্ছে নির্বাচনে জয়লাভের গ্যারান্টি প্রায়।


বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের 30 টি ইউনিয়নে 10 টি তে ক্ষমতাসীন দলের জয়

 ময়মনসিংহের 30 টি ইউনিয়নে 10 টি তে ক্ষমতাসীন দলের জয়;






দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ময়মনসিংহের তিন উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হালুয়াঘাটে ১০, ধোবাউড়ায় ৭ ও ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তবে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ও ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, এসব ইউনিয়নের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে ১০জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৮জন, স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নেয়া বিএনপি’র ৯ প্রার্থী বিজয়ী হয়েছেন।আর ধোবাউড়ার একটি মাত্র ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ফুলবাড়িয়া
ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে তাজুল ইসলাম বাবলু, রাধাকানাই ইউপিতে গোলাম কিবরিয়া শিমুল তরফদার, ভবানীপুর ইউপিতে জবান আলী সরকার ও এনায়েতপুর ইউপিতে বুলবুল হোসেন নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করেন।  

অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নাওগাঁও ইউনিয়নে মোজাম্মেল হক, ফুলবাড়িয়া ইউনিয়নে জয়নাল আবেদীন বাদল, রাঙ্গামাটিয়া ইউনিয়নে মুক্তা চৌধুরী ও কালাদহ ইউনিয়নে নজরুল ইসলাম মাষ্টার বিজয়ী হয়েছেন।  

এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে চারটি ইউপিতে বিজয়ী হয়েছেন।বাংলাদেশ প্রতিদিন





দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ময়মনসিংহের তিন উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হালুয়াঘাটে ১০, ধোবাউড়ায় ৭ ও ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তবে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ও ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, এসব ইউনিয়নের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে ১০জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৮জন, স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নেয়া বিএনপি’র ৯ প্রার্থী বিজয়ী হয়েছেন।


আর ধোবাউড়ার একটি মাত্র ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ফুলবাড়িয়া
ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে তাজুল ইসলাম বাবলু, রাধাকানাই ইউপিতে গোলাম কিবরিয়া শিমুল তরফদার, ভবানীপুর ইউপিতে জবান আলী সরকার ও এনায়েতপুর ইউপিতে বুলবুল হোসেন নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করেন।  

অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নাওগাঁও ইউনিয়নে মোজাম্মেল হক, ফুলবাড়িয়া ইউনিয়নে জয়নাল আবেদীন বাদল, রাঙ্গামাটিয়া ইউনিয়নে মুক্তা চৌধুরী ও কালাদহ ইউনিয়নে নজরুল ইসলাম মাষ্টার বিজয়ী হয়েছেন।  

এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে চারটি ইউপিতে বিজয়ী হয়েছেন।


এরা হচ্ছেন- পুটিজানা ইউনিয়নে সাইদুর রহমান রয়েল, বালিয়ান ইউপিতে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ, বাকতা ইউপিতে ফজলুল হক মাখন ও আছিম পাটুলী ইউনিয়নে ইমরুল কায়েস।  
হালুয়াঘাট
হালুয়াঘাট উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগ, দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থী স্বতন্ত্র হয়ে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন- ভুবনকুড়া ইউনিয়নে এম সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নে মোহাম্মদ সামাদুল ইসলাম, গাজিরভিটা ইউনিয়নে আব্দুল মান্নান, ধারা ইউনিয়নে তোফায়েল আহমেদ বিপ্লব ও ধুরাইল ইউনিয়নে ওয়ারিছ উদ্দিন সুমন।

আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নড়াইল ইউপিতে আনোয়ার হোসেন মানিক ও ইউপিতে জিহাদ সিদ্দিকী ইরাদ জয়ী হয়েছেন।

আবারো ফ্রিতে চলবে ফেসবুক এবং মেসেঞ্জার

  আবারো ফ্রিতে চলবে ফেসবুক এবং মেসেঞ্জার;

মোবাইলে ইন্টারনেট ব্যালান্স না থাকলেও এখন থেকে গ্রাহক ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ শুধু টেক্সটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এছাড়া ফেসবুকের ডিসকভারি ব্রাউজারে ফ্রি ইন্টারনেট ব্রাউজিং সুবিধা চালু করা হয়েছে।



ডিসকভারি ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীরা পাঠ্যভিত্তিক তথ্য যেমন-শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা, অন্যান্য শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্যসহ ফ্রি ডেটা সীমার মধ্যে বিভিন্ন ই-পরিষেবায় সংযুক্ত থাকতে পারবেন।

অন্যদিকে, সকল অপারেটরের জন্য প্রকাশ করা হয়েছে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা, যা ১ মার্চ ২০২২ থেকে সব অপারেটদের মনে চলতে হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, যেকোনো অপারেটর এককালীন সর্বোচ্চ ৮৫টি প্যাকেজ চালু রাখতে পারবে।

৯ নভেম্বর (মঙ্গলবার) বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে এসব সেবার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ডাটা প্যাকেজ নির্দেশিকা ও ফ্রি ফেসবুক-মেসেঞ্জার ব্যবহার বিষয়ে বিশদ উপস্থাপনা করেন বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রি. জে. মো. নাসিম পারভেজ।

অনুষ্ঠানে জানানো হয় যে, দেশের সকল মোবাইল অপারেটরের তিন ধরনের প্যাকেজ থাকবে- নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ। একটি অপারেটরের নিয়মিত এবং গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ মিলিয়ে সর্বোচ্চ সংখ্যা হবে ৮৫টি। তবে নিয়মিত অথবা গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ সংখ্যা এককভাবে ৫০টির অধিক হতে পারবে না। মোবাইল ফোন অপারেটরগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাজের জন্য সর্বোচ্চ ১০টি প্যাকেজ ব্যবহার করতে পারবে। প্যাকেজের ভিন্নতা নির্ধারণে দুটি প্যাকেজের মধ্যে ন্যূনতম পার্থক্য হবে ১০০ এমবি ডেটা অথবা ১০ মিনিট টকটাইম অথবা উভয়ই। সকল প্যাকেজের মেয়াদ ৩/৭/১৫/৩০ দিন হিসেবে করতে হবে। 

এছাড়া একজন গ্রাহকের ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজে যোগ হবে যোগ হবে, যদি গ্রাহক কোনো প্যাকেজের মেয়াদ শেষ হবার পূর্বেই একই ডেটা প্যাকেজ (ভিন্ন ভিন্ন মেয়াদ সহ) কিনে থাকেন।

মোবাইল কানেক্টিভিটি জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, জনগণের কানেক্টটিভিটি বাড়াতে সারাদেশের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটে এক দেশ এক রেট চালু করা হয়েছে এবং দুর্গম অঞ্চলে ফোরজি নেটওয়ার্ক চালু হয়েছে। মার্চের মধ্যে অপারেটরদেরকে গ্রাহকের কাছে সব ধরনের বার্তা বাংলায় প্রেরণ করতে হবে বলেও জানান তিনি।

ফেসবুক বর্তমানে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক ও ধর্মীয় উসকানিমুলক ছবি, ভিডিও ও পোস্ট নিয়ন্ত্রণে ফেসবুকের সঙ্গে কাজ করছে বিটিআরসি। 

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, ফ্রি ফেসবুক মেসেঞ্জার চালুর ফলে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন মানুষও নেটওয়ার্কে কানেক্টেড থাকার সুযোগ পাবে। প্রযুক্তির প্রসারের ফলে বর্তমানে সরকারি অফিসগুলো সহজে এবং দ্রুততম সময়ে মানুষকে সেবা দিতে পারছে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী আজমান, রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ রশীদ, বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাইমুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কানেক্টিভিটি অ্যান্ড অ্যাকসেস পলিসির প্রধান টম সি ভার্গেস।  

বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫.২ কোটি এবং সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারীর দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দশম। ইউনিক মোবাইল ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক ১০ কোটি অর্থাৎ প্রতি দুই জন মোবাইল গ্রাহকের বিপরীতে একজন গ্রাহক ফেসবুক ব্যবহার করে। দেশে মোট মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৭৫ লাখ ২৭ হাজার (২০২০ সালের তথ্য অনুযায়ী)।