শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১

নির্বাচনে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক

 নির্বাচনে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক; ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ৬৫ থেকে ৭০ শতাংশ ভোটারের উপস্থিতিতে স্বতস্ফূর্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। তবে বিভিন্নস্থানে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে, অনেকে আহত হয়েছেন। এটি অত্যন্ত দুঃখজনক। সারাদেশে তৃণমূল পর্যায়ে নির্বাচন ঘিরে যে উৎসবমুখরতা তা ধরে রাখতে সকলকে আরও সতর্ক থাকতে হবে।



শুক্রবার (১২ নভেম্বর) ওবায়দুল কাদের তার বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

পরবর্তী ধাপের নির্বাচনে যাতে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের নির্বাচনের অনুকূল পরিবেশ ধরে রাখার জন্য নির্বাচন কমিশন ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কোনো দায়িত্বশীল ব্যক্তি, তিনি রাজনীতি কিংবা প্রশাসনের যেই-ই হোন দায়িত্বহীন বক্তব্য সমীচীন নয়।

দেশের বিভিন্ন ইস্যুতে লক্ষ্য করা যাচ্ছে- কিছু দায়িত্বশীল রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তা দায়িত্বহীন ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য রেখে চলেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, শুধু কোনো কোনো রাজনীতিবিদই নন, জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ সভা-সমিতি-সেমিনারে তাদের দায়িত্বের সীমারেখা অতিক্রম করে বক্তব্য রাখছেন, মন্তব্য করছেন, যা মোটেই শোভন নয়।

তিনি বলেন, রাজনীতিবিদ কিংবা সরকারি কর্মকর্তা সবারই একটি সুনির্দিষ্ট সীমারেখা আছে, আচরণবিধি আছে, সকলের এ সীমারেখা মেনে চলা অতি আবশ্যক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ বিষয়ে সকলকে বক্তব্য দেওয়া বা মন্তব্য করার ক্ষেত্রে নিজস্ব পরিমণ্ডল বিবেচনা করা তথা সীমারেখা মেনে চলার আহ্বান জানান।

তিনি বলেন, আমাদের কারো কারো অতি-উৎসাহী এবং বাড়তি কথা বা বক্তব্যে জনমনে ভুল মেসেজ যেতে পারে, যা দেশের জন্য মোটেই শুভ নয়।

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্ধসমালোচনা করা বিএনপির এখন প্রতিদিনের রাজনৈতিক দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণ ও দেশের জন্য তারা কিছু করতে না পারলেও মিথ্যাচার আর অপপ্রচারের কাজটি সুনিপুণভাবে করে যাচ্ছেন।

তিনি বলেন, চূড়ান্ত বিচারে এসব অপপ্রচার বিএনপির বিরুদ্ধেই যাবে এবং যাচ্ছে, যা তারা এখনো বুঝতে পারছে না। এসব সত্য বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল।

বিএনপি মহাসচিব সেই পুরোনো ভাঙা রেকর্ড বাজাচ্ছেন আর বলছেন বিচারব্যবস্থা নাকি দলীয়করণ করা হয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে- এসব অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের সমালোচনার এসব পুরোনো হাতিয়ার এখন ভোঁতা হয়ে গেছে।

এসব বিএনপির ধারাবাহিক কল্পিত অভিযোগের চর্বিত-চর্বন মাত্র মন্তব্য ওবায়দুল কাদেরের।

দেশের বিচারবিভাগ স্বাধীনভাবেই কাজ করছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিচারের রায় বিএনপির পক্ষে গেলে বলে বিচারবিভাগ স্বাধীন আর বিপক্ষে গেলে, বলে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তোলা তাদের পুরোনো অভ্যাস।

তিনি বলেন, বিএনপির নীতি হচ্ছে, বিচার মানি কিন্তু তালগাছ আমার।

বিএনপি নির্বাচনে জয়ী হলে বলে আরও বেশি ভোটে জয়ী হতে পারতো, আর হারলে বলে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কাছে নিরপেক্ষ কমিশন মানে হচ্ছে নির্বাচনে জয়লাভের গ্যারান্টি প্রায়।


বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১

ময়মনসিংহের 30 টি ইউনিয়নে 10 টি তে ক্ষমতাসীন দলের জয়

 ময়মনসিংহের 30 টি ইউনিয়নে 10 টি তে ক্ষমতাসীন দলের জয়;






দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ময়মনসিংহের তিন উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হালুয়াঘাটে ১০, ধোবাউড়ায় ৭ ও ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তবে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ও ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, এসব ইউনিয়নের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে ১০জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৮জন, স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নেয়া বিএনপি’র ৯ প্রার্থী বিজয়ী হয়েছেন।আর ধোবাউড়ার একটি মাত্র ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ফুলবাড়িয়া
ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে তাজুল ইসলাম বাবলু, রাধাকানাই ইউপিতে গোলাম কিবরিয়া শিমুল তরফদার, ভবানীপুর ইউপিতে জবান আলী সরকার ও এনায়েতপুর ইউপিতে বুলবুল হোসেন নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করেন।  

অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নাওগাঁও ইউনিয়নে মোজাম্মেল হক, ফুলবাড়িয়া ইউনিয়নে জয়নাল আবেদীন বাদল, রাঙ্গামাটিয়া ইউনিয়নে মুক্তা চৌধুরী ও কালাদহ ইউনিয়নে নজরুল ইসলাম মাষ্টার বিজয়ী হয়েছেন।  

এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে চারটি ইউপিতে বিজয়ী হয়েছেন।বাংলাদেশ প্রতিদিন





দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বৃহস্পতিবার ময়মনসিংহের তিন উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে হালুয়াঘাটে ১০, ধোবাউড়ায় ৭ ও ফুলবাড়িয়া উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ রয়েছে। তবে ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল ও ধোবাউড়া উপজেলার বাঘবেড় ইউনিয়নের একটি কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ফলাফল স্থগিত রাখা হয়েছে।

জানা যায়, এসব ইউনিয়নের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে ১০জন, আওয়ামী লীগের বিদ্রোহী ৮জন, স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নেয়া বিএনপি’র ৯ প্রার্থী বিজয়ী হয়েছেন।


আর ধোবাউড়ার একটি মাত্র ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
ফুলবাড়িয়া
ফুলবাড়িয়া উপজেলার দেওখোলা ইউনিয়নে তাজুল ইসলাম বাবলু, রাধাকানাই ইউপিতে গোলাম কিবরিয়া শিমুল তরফদার, ভবানীপুর ইউপিতে জবান আলী সরকার ও এনায়েতপুর ইউপিতে বুলবুল হোসেন নৌকা প্রতিক নিয়ে জয়লাভ করেন।  

অপরদিকে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নাওগাঁও ইউনিয়নে মোজাম্মেল হক, ফুলবাড়িয়া ইউনিয়নে জয়নাল আবেদীন বাদল, রাঙ্গামাটিয়া ইউনিয়নে মুক্তা চৌধুরী ও কালাদহ ইউনিয়নে নজরুল ইসলাম মাষ্টার বিজয়ী হয়েছেন।  

এদিকে বিএনপি দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও দলটির নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে চারটি ইউপিতে বিজয়ী হয়েছেন।


এরা হচ্ছেন- পুটিজানা ইউনিয়নে সাইদুর রহমান রয়েল, বালিয়ান ইউপিতে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান পলাশ, বাকতা ইউপিতে ফজলুল হক মাখন ও আছিম পাটুলী ইউনিয়নে ইমরুল কায়েস।  
হালুয়াঘাট
হালুয়াঘাট উপজেলার পাঁচ ইউনিয়নে আওয়ামী লীগ, দুইটিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও তিনটিতে বিএনপি সমর্থিত প্রার্থী স্বতন্ত্র হয়ে জয়ী হয়েছেন। নৌকা প্রতীকে নির্বাচিত চেয়ারম্যানরা হচ্ছেন- ভুবনকুড়া ইউনিয়নে এম সুরুজ মিয়া, জুগলী ইউনিয়নে মোহাম্মদ সামাদুল ইসলাম, গাজিরভিটা ইউনিয়নে আব্দুল মান্নান, ধারা ইউনিয়নে তোফায়েল আহমেদ বিপ্লব ও ধুরাইল ইউনিয়নে ওয়ারিছ উদ্দিন সুমন।

আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে নড়াইল ইউপিতে আনোয়ার হোসেন মানিক ও ইউপিতে জিহাদ সিদ্দিকী ইরাদ জয়ী হয়েছেন।

আবারো ফ্রিতে চলবে ফেসবুক এবং মেসেঞ্জার

  আবারো ফ্রিতে চলবে ফেসবুক এবং মেসেঞ্জার;

মোবাইলে ইন্টারনেট ব্যালান্স না থাকলেও এখন থেকে গ্রাহক ফেসবুক ও মেসেঞ্জার অ্যাপ শুধু টেক্সটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন। এছাড়া ফেসবুকের ডিসকভারি ব্রাউজারে ফ্রি ইন্টারনেট ব্রাউজিং সুবিধা চালু করা হয়েছে।



ডিসকভারি ব্রাউজারের মাধ্যমে ব্যবহারকারীরা পাঠ্যভিত্তিক তথ্য যেমন-শিক্ষা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ, এসএসসি এবং এইচএসসি পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত নির্দেশনা, অন্যান্য শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্যসহ ফ্রি ডেটা সীমার মধ্যে বিভিন্ন ই-পরিষেবায় সংযুক্ত থাকতে পারবেন।

অন্যদিকে, সকল অপারেটরের জন্য প্রকাশ করা হয়েছে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকা, যা ১ মার্চ ২০২২ থেকে সব অপারেটদের মনে চলতে হবে। নতুন নির্দেশিকা অনুযায়ী, যেকোনো অপারেটর এককালীন সর্বোচ্চ ৮৫টি প্যাকেজ চালু রাখতে পারবে।

৯ নভেম্বর (মঙ্গলবার) বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে এসব সেবার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান। অনুষ্ঠানের শুরুতে ডাটা প্যাকেজ নির্দেশিকা ও ফ্রি ফেসবুক-মেসেঞ্জার ব্যবহার বিষয়ে বিশদ উপস্থাপনা করেন বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রি. জে. মো. নাসিম পারভেজ।

অনুষ্ঠানে জানানো হয় যে, দেশের সকল মোবাইল অপারেটরের তিন ধরনের প্যাকেজ থাকবে- নিয়মিত প্যাকেজ, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ। একটি অপারেটরের নিয়মিত এবং গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ মিলিয়ে সর্বোচ্চ সংখ্যা হবে ৮৫টি। তবে নিয়মিত অথবা গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজ সংখ্যা এককভাবে ৫০টির অধিক হতে পারবে না। মোবাইল ফোন অপারেটরগুলো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কাজের জন্য সর্বোচ্চ ১০টি প্যাকেজ ব্যবহার করতে পারবে। প্যাকেজের ভিন্নতা নির্ধারণে দুটি প্যাকেজের মধ্যে ন্যূনতম পার্থক্য হবে ১০০ এমবি ডেটা অথবা ১০ মিনিট টকটাইম অথবা উভয়ই। সকল প্যাকেজের মেয়াদ ৩/৭/১৫/৩০ দিন হিসেবে করতে হবে। 

এছাড়া একজন গ্রাহকের ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা পরবর্তী প্যাকেজে যোগ হবে যোগ হবে, যদি গ্রাহক কোনো প্যাকেজের মেয়াদ শেষ হবার পূর্বেই একই ডেটা প্যাকেজ (ভিন্ন ভিন্ন মেয়াদ সহ) কিনে থাকেন।

মোবাইল কানেক্টিভিটি জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, জনগণের কানেক্টটিভিটি বাড়াতে সারাদেশের জন্য ব্রডব্যান্ড ইন্টারনেটে এক দেশ এক রেট চালু করা হয়েছে এবং দুর্গম অঞ্চলে ফোরজি নেটওয়ার্ক চালু হয়েছে। মার্চের মধ্যে অপারেটরদেরকে গ্রাহকের কাছে সব ধরনের বার্তা বাংলায় প্রেরণ করতে হবে বলেও জানান তিনি।

ফেসবুক বর্তমানে বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক আচরণ করছে জানিয়ে মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক ও ধর্মীয় উসকানিমুলক ছবি, ভিডিও ও পোস্ট নিয়ন্ত্রণে ফেসবুকের সঙ্গে কাজ করছে বিটিআরসি। 

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান বলেন, ফ্রি ফেসবুক মেসেঞ্জার চালুর ফলে ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন মানুষও নেটওয়ার্কে কানেক্টেড থাকার সুযোগ পাবে। প্রযুক্তির প্রসারের ফলে বর্তমানে সরকারি অফিসগুলো সহজে এবং দ্রুততম সময়ে মানুষকে সেবা দিতে পারছে। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী আজমান, রবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ রশীদ, বাংলালিংকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী তাইমুর রহমান, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, ফেসবুকের এশিয়া প্যাসিফিক অঞ্চলের কানেক্টিভিটি অ্যান্ড অ্যাকসেস পলিসির প্রধান টম সি ভার্গেস।  

বাংলাদেশে বর্তমানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৫.২ কোটি এবং সর্বোচ্চ ফেসবুক ব্যবহারকারীর দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দশম। ইউনিক মোবাইল ব্যবহারকারীর সংখ্যা আনুমানিক ১০ কোটি অর্থাৎ প্রতি দুই জন মোবাইল গ্রাহকের বিপরীতে একজন গ্রাহক ফেসবুক ব্যবহার করে। দেশে মোট মেসেঞ্জার ব্যবহারকারীর সংখ্যা ৩ কোটি ৭৫ লাখ ২৭ হাজার (২০২০ সালের তথ্য অনুযায়ী)।

একই ইউনিয়নে বাবা চেয়ারম্যান ছেলে মেম্বার

একি ইউনিয়নে বাবা চেয়ারম্যান ছেলে মেম্বার;

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মাওলানা খালেদ সাইফুল্লাহ। তার ছেলে মুফতি নুরুল্লাহ খালিদ ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) নির্বাচিত হয়েছেন। 



জানা গেছে, বৃহস্পতিবারের নির্বাচনে ৪ হাজার ৭৬৮ ভোট পেয়ে খালেদ সাইফুল্লাহ বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজন রাজু ৩ হাজার ৭৯৭ ও নৌকার প্রার্থী নুরুল ইসলাম সাগর ১ হাজার ৫১৩ ভোট পেয়েছেন। এদিকে খালেদ সাইফুল্লাহর ছেলে নুরুল্লাহ খালিদ ৭০০ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।

এ ব্যাপারে খালেদ সাইফুল্লাহ বলেন, আল্লাহর রহমতে সততার সঙ্গে ৫ বছর পরিষদ চালিয়েছি। মানুষকে ন্যায্য অধিকার পাইয়ে দিয়েছি।

উৎসবমুখর পরিবেশে তারা আমাকে ও আমার ছেলেকে ভোট দিয়ে জয়ী করেছেন। জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। আমি চাই, আমার ওয়ারিশরা যেন সারাজীবন জনগণের খেদমত করতে পারে।

সুত্রঃ কালের কণ্ঠ

ইউপি নির্বাচনে একটু ঝগড়াঝাটি হয়েই থাকে :স্বরাষ্ট্রমন্ত্রী

 ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটু ঝগড়াঝাটি হয়েই থাকে : স্বরাষ্ট্রমন্ত্রী

আজকের তাজা খবর ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশ পুলিশের কাজ করছে। আমাদের বিশাল এলাকা নিয়ে নির্বাচন হচ্ছে। সবসময় আপনারা দেখে আসছেন, এটা গোষ্ঠী-গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন, এখানে সবসময়ই একটু ঝগড়াঝাঁটি হয়েই থাকে।



বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে গঠিত নিরাপত্তা বিষয়ক উপ-কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।তিনি আরও বলেন, বেশ কয়েকটি জায়গায় হতাহতের ঘটনা আমরা দেখছি। পুলিশ যথার্থভাবে চিহ্নিত করেছে, দোষীদের ইতিমধ্যে গ্রেফতার করে ফেলেছে। যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বলে গিয়েছেন- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমাদের নিরাপত্তা বাহিনীকে যাতে ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়, সেটি করা হয়েছে

 তবে যাতে করে সুষ্ঠু নির্বাচন করা যায় তার চেষ্টা করা হচ্ছে


ভোট দেওয়া শুরু হওয়ার আগেই মিলল সিল মারা অনেক ব্যালট পেপার

 ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই মিলল সিলমারা অনেক ব্যালট পেপার;

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাতিলাসাঙ্গন কেন্দ্রে ভোটের আগের রাতে ৩৫০টি ব্যালট পেপারে অবৈধভাবে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।



বৃহস্পতিবার (১১ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটগ্রহণ শুরুর আগে ব্যালট পেপার চেক করার সময় প্রায় ৩৫০টি জাল ভোট ধরা পড়ে। ফলে সঠিক সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। পরে প্রার্থীদের সমঝোতায় এক ঘণ্টা পর ভোটগ্রহণ শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ওয়ার্ড সদস্য শরফ উদ্দিন জানান, নৌকাসহ আরও কয়েকটি প্রতীকে জাল ভোট ধরা পড়ে। পরে প্রিসাইডিং অফিসারসহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেই জাল ভোটের ব্যালট পেপারগুলো ছিঁড়ে ফেলা হয়।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার পিনাল কান্তি ঘোষ জানান, বিষয়টি সমাধান হয়ে গেছে। তবে ভোট শুরু হয় এক ঘণ্টা পর।

বুধবার, ১০ নভেম্বর, ২০২১

600 ইউনিয়নে চলছে ভোট গ্রহণ আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ

 600 ইউনিয়নে চলছে ভোট গ্রহণ আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ;

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। স্থানীয় সরকারের এই নির্বাচনকে ঘিরে যেমন ভোট উৎসব, তেমনি টানটান উত্তেজনাও বিরাজ করছে।


 আজকের ভোট ঘিরে সহিংসতার শঙ্কাও করা হচ্ছে।দলীয় প্রতীক ছাড়া বিএনপি অংশ গ্রহণ করলেও তুলনামূলকভাবে খুব কম। এই নির্বাচনে নৌকার বিপক্ষে মূল প্রতিদ্ধন্ধিতায় রয়েছেন নিজ দলের বিদ্রোহী প্রার্থী। দ্বিতীয় ধাপের ভোটে তারাই আলোচনার তুঙ্গে।
বাংলাদেশ প্রতিদিন


শিরোনাম
কাপাসিয়ার ১১ ইউনিয়নে উৎসবমুখর ভোট শুরুপাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বড় বাধা হেইডেনফেসবুকে শুরু মৃত্যুতে শেষঝিনাইদহে ১২টি ইউনিয়নে চলছে ভোটগ্রহণরাজপ্রাসাদে ফের রাজারামাথা উঁচু করছে দুদকঠাকুরগাঁওয়ে শান্তিপূর্ণভাবে ভোট শুরুমুলার বাম্পার ফলনে কৃষকের মুখে হাসিনীলফামারীতে আমন ধানের বাম্পার ফলনকাঞ্চনজঙ্ঘার মোহে পঞ্চগড়ে পর্যটকের ঢল
চলছে ভোট, ৬০০ ইউপিতেই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ 
ইউপি ভোটের সরঞ্জাম নেওয়া হচ্ছে। বরিশাল সদর উপজেলা পরিষদ থেকে গতকাল তোলা ছবি -বাংলাদেশ প্রতিদিন
চলছে ভোট, ৬০০ ইউপিতেই আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ
 গোলাম রাব্বানী ও রফিকুল ইসলাম রনি
 ১১ নভেম্বর, ২০২১ ০৬:০৬


চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আজ দ্বিতীয় ধাপে ৮৩৫ ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে। স্থানীয় সরকারের এই নির্বাচনকে ঘিরে যেমন ভোট উৎসব, তেমনি টানটান উত্তেজনাও বিরাজ করছে। আজকের ভোট ঘিরে সহিংসতার শঙ্কাও করা হচ্ছে।


নির্বাচনের আগেই যে মাত্রায় সহিংসতা হয়েছে তা দেখেই এই আশঙ্কা।
দলীয় প্রতীক ছাড়া বিএনপি অংশ গ্রহণ করলেও তুলনামূলকভাবে খুব কম। এই নির্বাচনে নৌকার বিপক্ষে মূল প্রতিদ্ধন্ধিতায় রয়েছেন নিজ দলের বিদ্রোহী প্রার্থী। দ্বিতীয় ধাপের ভোটে তারাই আলোচনার তুঙ্গে।


৮৩৫ ইউনিয়নের মধ্যে ৬০০ টিতেই মূল প্রতিদ্ধন্ধিতা হবে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর মধ্যে। কেন্দ্র থেকে সতর্কতা, হুঁশিয়ারি কিছুই দমাতে পারেনি তাদের। এর প্রধান কারণ স্থানীয় পর্যায়ে এমপি বা কেন্দ্রীয় নেতাদের গ্রুপিং। তাই প্রথম ধাপের দুই দফার নির্বাচনের তুলনায় এবার ত্রিমুখী সংঘর্ষের আশঙ্কা প্রবল।
নির্বাচন কমিশন জানিয়েছে, দ্বিতীয় ধাপে ৮৪৮ ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হলেও আজ ভোট গ্রহণ হবে ৮৩৫ ইউপিতে। কেননা ৫ ইউপিতে সব পদে জনপ্রতিনিধিরা বিনাপ্রতিদ্ধন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৭ ইউপি ভোট স্থগিত করেছে ইসি এবং ১ ইউপির ভোট বাতিল করা হয়েছে। সব মিলে আজ ৮৩৫ ইউপিতে ভোট হবে। দ্বিতীয় ধাপে মোট ভোট কেন্দ্র হচ্ছে ৮ হাজার ৪৯২টি।

মোট ভোটার হচ্ছে ১ কোটি ৬৫ লাখ ৯৫ হাজার ২২৬ জন। এর মধ্যে এ ধাপে ১৬ জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ৮৩৫ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৩ হাজার ৩১০ জন। সংরক্ষিত নারী প্রার্থী ৯ হাজার ১৬১ জন এবং সাধারণ ওয়ার্ডে প্রার্থী রয়েছেন ২৮ হাজার ৭৪৭ জন। এ নির্বাচনে মোট ৪১ হাজার ২১৮ জন প্রার্থী প্রতিদ্ধন্ধিতা করছেন।
ঘরে ঘরে পাড়া মহল্লায় পাহারা দিয়ে নির্বাচনী সহিংসতা ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। গতকাল তিনি আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা বলেন। ইউনিয়ন পরিষদের (ইউপি) দ্বিতীয় ধাপের নির্বাচন ঘিরে বিভিন্ন এলাকায় উত্তেজনা, সংঘর্ষ ও সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে সিইসির এমন বক্তব্য এলো। নরসিংদীসহ কয়েকটি ঘটনার সংঘাতের প্রসঙ্গ টেনে নূরুল হুদা বলেন, ‘এ জাতীয় ঘটনা এভাবে পাহারা দিয়ে ঠেকানো যায় না, বাস্তবতা হলো এটা। ঘরে ঘরে মহল্লায় মহল্লায় পুলিশ দিয়ে পাহারা দিয়ে এ জাতীয় অপ্রীতিকর ঘটনা থামানো যায় না। এর একমাত্র উপায় হলো নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সহনশীলতা। নির্বাচনসুলভ আচরণ করতে হবে।

স্থানীয় নির্বাচনে উত্তেজনা প্রতিদ্ধন্ধিতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন সিইসি। আজকের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে বলে আশা প্রকাশ করেন সিইসি। তিনি জানান, নির্বাচনী সহিংসতা দমন করতে কঠোর পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন উপলক্ষে গতকাল সব ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছানো হয়েছে। ভোটের জন্য সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মোতায়েন করা হয়েছে। এদিকে নির্বাচনকে ঘিরে অভ্যন্তরীণ কোন্দল এড়িয়ে চলতে জেলা-উপজেলায় নির্দেশনা পাঠানো হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। কঠোর বার্তা দেওয়া হয়েছে দলীয় নেতা-কর্মীদের।

দ্বিতীয় ধাপের এই নির্বাচনে ঘোষিত তফসিল অনুযায়ী, ১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র জমা, ২১ অক্টোবর বাছাই এবং ২৬ অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। এই ধাপে বিনা প্রতিদ্ধন্ধিতায় চেয়ারম্যান পদে ৮১ জন, সংরক্ষিত সদস্য পদে ৭৬ জন এবং সাধারণ সদস্য পদে ২০৩ জন নির্বাচিত হয়েছেন। চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতায় রয়েছেন ৩ হাজার ৩১০ জন। সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ১৬১ জন এবং সাধারণ সদস্য পদে প্রতিদ্ধন্ধিতা করছেন ২৮ হাজার ৭৪৭ জন। ২০টি ইউনিয়ন পরিষদে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে প্রচলিত ব্যালট পেপারে ভোট হবে। নভেম্বর ৮৪৬টি ইউনিয়ন পরিষদে দ্বিতীয় ধাপের নির্বাচন। এরই মধ্যে ৮১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

নানা সূত্রে যে খবর পাওয়া গেছে, তাতে আওয়ামী লীগের ৬৯১ জন বিদ্রোহী প্রার্থী আছেন। কোনো কোনো ইউপিতে একাধিক বিদ্রোহী প্রার্থীও আছেন। বিএনপির স্বতন্ত্র প্রার্থী আছেন ৩১১ জন। জাতীয় পার্টির প্রার্থী আছেন ১০১ জন। দ্বিতীয় ধাপের নির্বাচনকে ঘিরে গতকাল পর্যন্ত ৩০ জন নিহত এবং চার শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ ভোট অনুষ্ঠানের দাবিতে লক্ষীপুরে রামগঞ্জের ৪টি ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা সংবাদ সম্মেলন করেছেন। গতকাল স্থানীয় একটি রেস্তোরাঁয় এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভাদুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহিদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইছাপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আমীর হোসেন খান, উপজেলা যুবলীগের সাবেক আহ্‌বায়ক লামচর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ফয়জুল্লাহ জিশান ও ভোলাকোট ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী জাহেদুল ইসলাম জুয়েল।

প্রার্থীরা অভিযোগ করে বলেন, দলীয় প্রার্থী নির্ধারণে স্থানীয় আওয়ামী লীগ মনোনয়ন বাণিজ্য করেছে। তারা (মনোনীত প্রার্থীরা) আওয়ামী লীগের রাজনীতিতে নিষ্ক্রিয় ও জনবিচ্ছিন্ন। তাই জনগণের দাবির মুখে তারা প্রার্থী হয়েছেন। বর্তমানে বহিরাগতরা নির্বাচনী এলাকায় গিয়ে আওয়ামী লীগ প্রার্থীদের পক্ষে ভোটারদের ভয়ভীতি ও হুমকি-ধমকিসহ মোটরসাইকেল মহড়ায় আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তারা। এমতাবস্থায় সুষ্ঠু ও অবাধ নির্বাচনের দাবি জানান প্রার্থীরা। নোয়াখালীর বেগমগঞ্জের ৬ নম্বর রাজগঞ্জ ইউনিয়নে সুষ্ঠু ভোটের দাবি করে নির্বাচন কমিশন ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মাসুদ আলম। এখানে আওয়ামী লীগ প্রার্থী মোস্তাফিজ সেলিমের লোকজন স্বতন্ত্র প্রার্থীকে ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

এদিকে গতকাল বিদ্রোহী প্রার্থী মাসুদ আলমের দুই সমর্থকের বাড়িতে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনাও ঘটেছে। গতকাল রাত আটটা পর্যন্ত বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। ঢাকার ধামরাইয়ে নির্বাচনের আগে প্রার্থী ও সমর্থকদের মধ্যে যে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, তাতে সুষ্ঠু ভোট গ্রহণ হবে কি না তা নিয়ে শঙ্কায় রয়েছে স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা।   

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবর ইউনিয়নের নৌকার বিদ্রোহী প্রার্থী এম এ আলীম গণমাধ্যমকে বলেন, ‘এলাকার জনগণ আমাকে চায় তাই দল মনোনয়ন না দিলেও আমি প্রার্থী হয়েছি। জনগণের দাবি তো আর আমি উপেক্ষা করতে পারি না। ’ এই ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ইব্রাহীম খালেদ বলেন, বিদ্রোহী প্রার্থী নিয়ে আমার কোনো সমস্যা নেই। প্রার্থী হওয়া তার ইচ্ছা, স্বাধীনতা। যে কেউ প্রার্থী হতে পারেন। জনগণ বুঝবে। তিনি জানান, এই ইউনিয়নে বিএনপি, জামায়াত বা অন্য কোনো দলের স্বতন্ত্র প্রার্থী নেই। তাই নির্বাচন আওয়ামী লীগের মধ্যেই হবে।

জানা গেছে, যেসব এলাকায় অন্য কোনো দলের প্রার্থী নেই সেখানে উত্তেজনা একটু কম। তবে ওইসব এলাকায় আওয়ামী লীগ দুই ভাগ হয়ে গেছে। কিন্তু নির্বাচনের ঠিক আগে কী পরিস্থিতি হয় তা বলা যাচ্ছে না।

নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ইউপি নির্বাচনে বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। এগুলো অধিকাংশই সদস্য (মেম্বার) সমর্থকদের। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে এ ধরনের ঘটনা খুবই কম। তারপরও আমরা তৃণমূলে কঠোর বার্তা দিয়েছি। যারাই সংঘাত-সংঘর্ষে জড়াবে তাদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলছে, অপকর্ম করলেই ব্যবস্থা। তিনি বলেন, স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী ভোট হচ্ছে ইউপি ভোট। এই ভোট যেন উৎসব মুখর হয়, সেজন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিভিন্ন স্থানে সহিংসতা অব্যাহত : ইউপি নির্বাচনকে কেন্দ্র করে গতকালও কয়েকটি স্থানে সংঘর্ষ, ভাঙচুর ও হুমকি ধমকির খবর পাওয়া গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

কালকিনি (মাদারীপুর) : মাদারীপুরের কালকিনি উপজেলায় দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বালিগ্রাম ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আ. ছালাম খানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করাসহ ১০ সমর্থককে পিটিয়ে আহত করেছে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ইসতিয়াক হোসেন তুষার খানের সমর্থকরা। এ ছাড়া সিডিখান ইউপি নির্বাচনে মিলন মিয়ার সমর্থকদের সঙ্গে প্রতিদ্ব›দ্বী প্রার্থী চান মিয়া সিকদারের সমর্থকদের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষ নিজেদের শক্তির জানান দিতে শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায়। এ ছাড়া কালকিনিতে আসন্ন ইউপি নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত হয়েছে অন্তত ২০ জন। গতকাল সকালে কালকিনি উপজেলার সিডিখানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ : ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নির্বাচনী প্রচারণায় নেমেছেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম। গত মঙ্গলবার দলীয় মনোনীত প্রার্থীর পক্ষে তিনটি নির্বাচনী সমাবেশ করেন তিনি। এ ছাড়াও একটি নির্বাচনী মতবিনিময়ে বিদ্রোহী প্রার্থীদের উদ্দেশে হুমকি ধমকি দিয়েছেন। জানা যায়, মঙ্গলবার দুপুরের দিকে উল্লাপাড়া সদর ইউনিয়নের বাকুয়া গ্রামে দলীয় প্রার্থী আবদুুস সালেক, বিকালে বড় পাঙ্গাসী ইউনিয়নের হুমায়ুন কবির লিটন এবং সন্ধ্যায় সলপ ইউনিয়নের শওকত ওসমানের পক্ষে নির্বাচনী সমাবেশ করেন এমপি তানভীর ইমাম। তিনি দলের বিদ্রোহী প্রার্থীদের হুমকি দিয়ে বলেন, মনোনয়নপত্র প্রত্যাহার না করলে হাত-পা ভেঙে ফেলা হবে।

গাইবান্ধা : গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নে ফরহাদ কামাল বিপুল (৫৫) নামে এক চেয়ারম্যান প্রার্থীকে প্রতিদ্ব›দ্বী প্রার্থীর লোকজন কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ উঠেছে। আহত ফরহাদ কামাল বর্তমানে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়, মঙ্গলবার রাতে চেয়ারম্যান প্রার্থী ফরহাদ কামাল বিপুল মোটরসাইকেলযোগে গাইবান্ধা শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় রামচন্দ্রপুরের পোসাগির মোড় এলাকায় তার ওপর প্রতিদ্ব›দ্বী চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের লোকজন হামলা করে। এ সময় তাকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।

গলাচিপা (পটুয়াখালী) : দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে সহিংসতা, অগ্নিসন্ত্রাস ও নাশকতার আশঙ্কা করে গতকাল বিকালে পটুয়াখালীর গলাচিপা সদর ইউনিয়নের মোটরসাইকেল মার্কার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাদি সংবাদ সম্মেলন করেছেন। পৌরসভার সবুজবাগে হাবিবুর রহমান হাদির বাসভবনে এ সংবাদ সম্মেলনে হাবিবুর রহমান হাদি বলেন, বহিরাগত বাহিনীরা সন্ত্রাসী হামলা, অগ্নিসন্ত্রাস ঘটাতে পারে। নির্বাচনী প্রচার গত মঙ্গলবার রাত ১২টার পর থেকে বন্ধ হয়ে গেলেও এখনো এ ইউনিয়নে প্রচুর বহিরাগত সন্ত্রাসী অবস্থান করছে।

মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়ণপুর ধলা গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে নিহতের ঘটনায় নিহতের ভাই বেল্টু হোসেন বাদী হয়ে গাংনী থানায় মামলা দায়ের করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে বেল্টু হোসেন গাংনী থানায় মামলা দায়ের করেন। মামলায় গাংনী উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ও মেম্বর প্রার্থী আতিয়ার রহমানকে প্রধান আসামি করে ৬৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

লক্ষ্মীপুর : দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে লক্ষীপুরের কমলনগরে নির্বাচনী এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান জানান, গভীর রাতে উপজেলার চরলরেন্স বর্ডার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আরমান কবির নাদিম ও মনিরুল ইসলাম প্রদীপ।

এদিকে মঙ্গলবার রাত ৮টার দিকে চরকাদিরা ইউনিয়নের ফজু মিয়ার হাটে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও স্বতন্ত্র দুই প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুরের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

চলতি বছরেও হচ্ছেনা জেএসসি ও জেডিসি পরীক্ষা

 চলতি বছরেও হচ্ছে না জেএসসি ও জেডিসি পরীক্ষা মান নির্ণয় করবে যেভাবে;

 আজকের তাজা খবর ডেস্ক: চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষাও হবে না। এ স্তরের শিক্ষার্থীদের অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি।


আজ মঙ্গলবার আন্তঃশিক্ষা শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি এবং শ্রেণিকক্ষে শিক্ষা-শেখানো কার্যক্রম বিবেচনায় ২০২১ সালের জেএসসি পরীক্ষা গ্রহণ না করার সিদ্ধান্ত হয়েছে।

এ অবস্থায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করতে হবে। ২০২১ সালের জেএসসি পরীক্ষার্থীদের স্ব স্ব প্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে প্রস্তুত ফলাফলের ভিত্তিতে বোর্ড থেকে উত্তীর্ণ সনদ দেয়া হবে। এজন্য আগামী ৬ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে জেএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ করতে নির্দেশনা দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

এর আগে করোনা সংক্রমণ পরিস্থিতিতে চলতি বছর (২০২১ শিক্ষাবর্ষে) প্রাথমিক স্তরের পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির বার্ষিক পরীক্ষা নেয়া হবে না বলে জানিয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, চলতি বছর জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়া না হলেও এ স্তরের সব শিক্ষার্থীকে সার্টিফিকেট দেয়া হবে। তাতে শুধু পাস উল্লেখ থাকবে।

কোন ধরনের ঘোষ তদবির ছাড়াই নেত্রকোনায় পুলিশ কনস্টেবল নিয়োগ হয়েছে

ঘুষ ছাড়াই পুলিশ কনস্টেবল নিয়োগ হয়েছে নেত্রকোনা জেলায় খুশিতে কান্নায় ভেঙে পড়েছে অভিভাবকরা;

আজকের তাজা খবর ডেস্ক: ভোর রাত তিনটা। কুয়াশা ঢাকা নেত্রকোনা শহরের কুড়পার পুলিশ লাইন্সের মাঠ যেন পরিণত হয় এক মিলন মেলায়। কেউ কেউ চিৎকার করছেন। কেউবা তার স্বজনদের কাছে ফোন দিয়ে বলছেন হয়ে গেছি।


এমন দৃশ্যে কুয়াশাচ্ছন্ন পরিবেশ হয়ে ওঠে অন্যরকম অনুভূতির।

কোনো রকমের ঘুষ এবং তদবির ছাড়াই এবার নেত্রকোনায় পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি পেয়ে খুশিতে কান্নায় ভেঙে পড়েন অভিভাবকরাও। এমনই এক দৃশ্যের অবতারণা হয় সোমবার দিবাগত রাত তিনটার দিকে নেত্রকোনা কুড়পার পুলিশ লাইন্সে।

ঠিক ঘড়ির কাটায় তিনটা বাজে।

তাবুর নিচে থেকে ভেসে আসে সজিব মিয়ার নাম। সাথে সাথেই এমন এক অন্যরকম চিৎকার কানে ভেসে আসে সবার। নেত্রকোনা পুলিশ সুপার মো. আকবর আলী মুনসী নামগুলো একের পর এক ঘোষণা করে যাচ্ছেন। একে একে ৪৭ জনের নাম ঘোষণা করেন তিনি।

এর মধ্যে সাতজন নারী এবং ৪০ জন পুরুষ। সাথে ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি ও শেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিক।

পুলিশ সুপার জানান, জেলায় ১৮৮০টি আবেদন করে পুলিশ কনস্টেবল পদে। সেখান থেকে যাচাই-বাছাই শেষে ৪৫০ জন লিখিত পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে সর্বশেষ মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছে ১৪৯ জন।

তাদের মধ্যে মোট ৪৭ জন নিয়োগ পেয়েছেন।

পুলিশ সুপার আকবর আলী মুনসী বলেন, তিনি এমন একটি স্বচ্ছ নিয়োগে থেকে মেধা ও যোগ্যতার ভিত্তিতে বাছাই করতে পেরে নিজেও অনেক গর্বিত মনে করেন। বলেন আমরা জনগণের সেবক। আজ যারা নিজেদের যোগ্যতায় পুলিশে এসেছে আজ থেকেই তারাও শপথ নিতে হবে জনগণের কল্যাণে নিজেকে নিয়োজিত করার।

দিন মজুর ইনছান মিয়াকে ছেলেকে দাঁড় করিয়েছিলেন পুলিশে। এভাবে তার ছেলের চকরি হয়ে যাবে তিনি নিজেও ভাবেননি কখনো। খুশিতে যেন গড়িয়ে পড়ছিল তার চোখের পানি।  

চাকরি পেয়ে কেন্দুয়া উপজেলার সান্দিকোনা ইউনিয়নের ফারজানা আক্তার বলেন, শুধু বাবা-মা নয়, দেশের মুখ উজ্জ্বল করতে নিজেকে দুর্নীতি মুক্ত রাখবো।

সোমবার, ৮ নভেম্বর, ২০২১

আরে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

  আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু;



আজকের তাজা খবর ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ মঙ্গলবার শুরু হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ‘ডি’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছে এ ভর্তিযুদ্ধ। চলবে আগামী ২১ নভেম্বর পর্যন্ত।

গত ৭ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠানের কথা থাকলেও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী চলমান পরিবহন ধর্মঘটের কারণে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ৭ ও ৮ নভেম্বরের পরীক্ষা পিছিয়ে আগামী ২০ ও ২১ নভেম্বর নির্ধারণ করা হয়।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট ৯টি ইউনিটে বিশ্ববিদ্যালয়ের ১ হাজার ৮৮৯টি আসনের বিপরীতে অংশগ্রহণ করবে ৩ লাখ ৮ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী। সে অনুযায়ী, প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১৬৩ শিক্ষার্থী।

করোনা মহামারীর কারণে দীর্ঘ ৫৭০ দিন পর বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আবাসিক হলগুলো খুলে দেওয়া হয়। ২১ অক্টোবর থেকে শুরু হয় স্বশরীর ক্লাস ও পরীক্ষা।

যে কাজটি না করলে বন্ধ হয়ে যাবে জিমেইল অ্যাকাউন্ট

  যে কাজটি না করলে বন্ধ হয়ে যাবে জিমেইল অ্যাকাউন্ট; গুগল



অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য অতিরিক্ত স্তর যোগ করতে আগামী ৯ নভেম্বরের মধ্যে টু-ফ্যাক্টর অথেন্টিকেশন (দ্বি-পদক্ষেপ যাচাইকরণ) প্রক্রিয়া বাধ্যতামূলক করেছে গুগল।

তাই ৯ নভেম্বরের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে গুগল অ্যাকাউন্ট ব্যবহারকারীদের।

চলতি বছরের মে মাসে এ বিষয়ে জানিয়েছিল গুগল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, টু-ফ্যাক্টর অথেন্টিকেশন এই সাইবার সুরক্ষা নীতিতে কোনো ব্যবহারকারী লগ ইনের সময়ে কড়া যাচাই করা হয়। শুধু আইডি আর পাসওয়ার্ড দিলেই অ্যাকাউন্টে যে কেউ প্রবেশ করতে পারবেন না। নির্দিষ্ট ব্যবহারকারীই লগ ইন করছেন কি না, তা যাচাই করতে দিতে হবে আরও কোনো প্রমাণ।

সাধারণত ব্যবহারকারীর রেজিস্টার্ড ফোন নম্বরে ওটিপি পাঠানো হয় লগ ইনের সময়ে। সেই ওটিপি দিলে তবেই লগ ইন সম্পূর্ণ হবে। ফলে হ্যাকাররা ব্যবহারকারীর ইউজার আইডি ও পাসওয়ার্ড পেলেও কোনো অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।

আবারও ডাটা ছাড়া চলবে ফেসবুক মেসেঞ্জার পাঠানো যাবে টেক্সট

 আবারো ডাটা ছাড়া চলবে ফেসবুক মেসেঞ্জার এবং পাঠানো যাবে টেক্সটও;

আজকের তাজা খবর ডেস্ক: সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক সম্পর্কেব্যবহারকারীদের ভিন্ন মত আছে। কেউ মনে করেন, এটি যোগাযোগের সবচেয়ে কার্যকর মাধ্যম; কারও মতে, এর কারণে সময় নষ্ট হয়। এই বিতর্কে অংশ নিয়েছেন অধুনার পাঠকেরা। যদিও ফেসবুকের পক্ষেই মত বেশি। তবে বিপক্ষেও মত আছে।

নতুন খবর হচ্ছে, মোবাইলে ইন্টারনেট না থাকলেও জরুরি প্রয়োজনে ফেসবুক মেসেঞ্জারে টেক্সট পাঠানোর সুবিধা চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও মোবাইল অপারেটরগুলো। এজন্য ‘শুধু টেক্সটের মাধ্যমে যোগাযোগের জন্য ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। একই সঙ্গে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ও প্রকাশ করবে বিটিআরসি।

আগামীকাল মঙ্গলবার বেলা ১২টায় বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা এবং শুধুমাত্র টেক্সটের মাধ্যমে ফেসবুক মেসেঞ্জার ও ডিসকভার অ্যাপ’ উদ্বোধন করা হবে। বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব মো. খলিলুর রহমান উপস্থিত থাকবেন।

বিটিআরসির একজন কর্মকর্তা জানান, সবার সবসময় ডাটা (ইন্টারনেট) থাকে না। গ্রাহকরা যাতে ডাটা ছাড়াই টেক্টট পাঠাতে পারেন, সে জন্য অপারেটররা মিলে এই সুবিধা চালু করা হচ্ছে। তিনি আরো জানান, বর্তমানে অপারেটরগুলোর নানান প্যাকেজে গ্রাহকেরা জর্জরিত। প্যাকেজের শৃঙ্খলা থাকা দরকার। এজন্য ‘মোবাইল ডাটা প্যাকেজ নির্দেশিকা’ তৈরি করা হয়েছে।

লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়

লঞ্চ ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে নৌ পরিবহন মন্ত্রণালয়;

আজকের তাজা খবর ডেস্ক: ডিজেলের দামের পরিপ্রেক্ষিতে লঞ্চভাড়া বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রোববার (৭ নভেম্বর) উপসচিব মোহা. আমিনুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সোমবার (৮ নভেম্বর) প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।


এর আগে গত রাতে লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠকে কিলোমিটার প্রতি লঞ্চভাড়া ৬০ পয়সা বাড়ানো হয়েছে। শতাংশের হিসাবে যা কম দূরত্বে লঞ্চের ক্ষেত্রে ৩৫ দশমিক ২৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৪২ শতাংশ বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’ এর বিধি ২৭ মোতাবেক সরকার নৌযানে যাত্রী পরিবহনের জন্য কিলোমিটার প্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণের লক্ষ্যে গঠিত কমিটির সুপারিশের আলোকে বিআইডব্লিউটিএ’র প্রস্তাবের পরিপ্রেক্ষিতে নিম্নরূপভাবে যাত্রীভাড়া পুনর্নিনির্ধারণ করলো-

>> প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ৬০ পয়সা বৃদ্ধি করে ২ টাকা ৩০ পয়সা নির্ধারণ।

>> প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রী ভাড়া ০.৬০/-টাকা বৃদ্ধি করে ২.০০/ টাকা নির্ধারণ।

>> জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৫ টাকা নির্ধারণ।

পুনর্নির্ধারিত এ ভাড়া আজ সোমবার (৮ নভেম্বর) থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। যদিও গত রাতে মতিঝিলে বিআইডিব্লিউটিএ কার্যালয়ে মালিকদের সঙ্গে অনুষ্ঠিত ভাড়া নির্ধারণী বৈঠকে বলা হয়েছিল রোববার রাত থেকেই ভাড়া কার্যকর।

আগে ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে ভাড়া এক টাকা ৭০ পয়সা ছিল। ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে ছিল এক টাকা ৪০ পয়সা। এছাড়া সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ছিল ১৮ টাকা।

গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করে সরকার। শুক্রবার লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব দেন সরকারের কাছে। শনিবারের (৬ নভেম্বর) মধ্যে ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত না হওয়ায় ওইদিন বিকেল থেকে লঞ্চ চালানো বন্ধ করে দেন মালিকরা।

ভাড়া বাড়ানোয় গতরাত থেকেই ধর্মঘট প্রত্যাহার করেন লঞ্চ মালিকরা।

শনিবার, ৬ নভেম্বর, ২০২১

ফেসবুক গ্রুপ থেকে টাকা ইনকামের পন্ত চালু করতে যাচ্ছে মেটা

 ফেসবুক গ্রুপ থেকে অভিনব পদ্ধতিতে টাকা ইনকামের পান্তা চালু হতে যাচ্ছে, জানিয়েছেন মেটা;

ফেসবুক গ্রুপ থেকে অর্থ আয়ের সম্ভাব্য উপায়গুলো পরীক্ষা করে দেখছে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মটি।


সেটা হতে পারে বিশেষ কনটেন্টের জন্য গ্রুপের সদস্যদের কাছ থেকে নির্দিষ্ট হারে ফি গ্রহণ কিংবা গ্রুপের ভেতরে আলাদা গ্রুপ (সাব গ্রুপ) খুলে সদস্যদের আলোচনার সুযোগ করে দেওয়া।

গত বৃহস্পতিবার ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, সাবস্ক্রিপশন-নির্ভর ব্যবসায়িক মডেলের (অর্থের বিনিময়ে বিশেষ সুবিধা প্রদান) অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে সুবিধাগুলো চালু হতে পারে। ফেসবুকসহ অনেক সামাজিক যোগাযোগমাধ্যমই কনটেন্ট নির্মাতাদের বিশেষ সুবিধা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সিএনজিচালিত বাস বন্ধ হল কেন প্রশ্ন তুলছেন যাত্রীরা

  ডিজেলের দাম বৃদ্ধির কারণে বন্ধ হয়ে গেছে বাস তবে সিএনজিচালিত বাস কেন বন্ধ হল তা যাত্রীরা জানতে চান;

বেসরকারি অফিসের কর্মীদের শনিবার অতিরিক্ত অর্থ ব্যয় করে অফিস ধরতে হয়েছে। পরীক্ষার্থীদেরও পড়তে হয়েছে দুর্ভোগে।


ডিজেলের দাম বাড়ার প্রতিবাদে শুক্রবার থেকে এই ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক মালিক সমিতির নেতারা।

পরিবহনহ ভাড়া বাড়ানোর বিষয়ে রোববার বিআরটিএ সভা ডেকেছে। সেই পর্যন্ত বাস-ট্রাক না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মালিকরা।

সরকার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়েছে। কিন্তু এই দফায় অন্য কোনো জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি।

ঢাকার বেসরকারি কোম্পানিগুলোর অনেক বাস সিএনজিতে চললেও সেগুলোও সড়কে দেখা যাচ্ছে না।

মহাখালীর একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন আব্দুর রহমান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখান থেকে আলিফ পরিবহন ছাড়ে। প্রতিদিনি তাতেই যাতায়াত করি। কিন্তু সিএনজিচালিত এই বাসও বন্ধ।

“সিএনজির দাম তো বাড়ায়নি। আমাদের জিম্মি করে ভাড়া বেশি নিতেই এই ধর্মঘট। সরকারও কিছু করছে না।”

অফিসগামী কিংবা জরুরি প্রয়োজনে যারা বেরিয়েছেন, তাদের মোটরসাইকেল, অটোরিকশা কিংবা রিকশায় বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে, গুণতে হচ্ছে বেশি ভাড়া। অনেকে হেঁটেও পথ ধরেন।

আফগানিস্তানের মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে তালেবান

 আফগানিস্তানের মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে তালেবান;

আজকের তাজা খবর ডেস্ক: আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ দেশটির মন্ত্রিসভায় পরিবর্তন আনতে যাচ্ছে। শুক্রবার তালেবান কর্তৃপক্ষের সহকারী মুখপাত্র বিলাল করিমি গণমাধ্যমকে এসব তথ্য জানান।


বিলাল করিমি বলেন, আফগান মন্ত্রিসভায় পেশাদার কর্মকর্তাদের নিয়োগের প্রচেষ্টা চলছে। মন্ত্রিসভায় নিয়োগের প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আসা দক্ষ ও পেশাদার লোকদের এ মন্ত্রিসভায় নিয়োগের মাধ্যমে এ নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ হবে।

এদিকে আফগান জনগণ জোর দিচ্ছে একটি শক্তিশালী সেনাবাহিনী গঠনের ওপর। এ নতুন সেনাবাহিনীতে সাবেক আফগান সদস্যদেরও নিয়োগ দেয়ার আহ্বান জানানো হচ্ছে।

এ বিষয়ে কাবুলের এক বাসিন্দা মাসবাহ জালান্ড বলেন, যে সকল সেনা দেশের জন্য কাজ করেছে এবং বিশ্বাসঘাতকতা করবে না, তাদেরকে ফিরিয়ে আনা উচিৎ। ওই আফগান সেনা সদস্যদের জাতীয় নিরাপত্তা বাহিনীতে যোগ দেয়ার সুযোগ দিতে হবে।

আন্তর্জাতিক সম্প্রদায় এখনো তালেবানের অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দেয়নি। আন্তর্জাতিক সম্প্রদায় ও আঞ্চলিক সরকারগুলো এখনো তালেবান কর্তৃপক্ষের কর্মকর্তাদের বারবার আহ্বান জানাচ্ছে যেন তারা আফগানিস্তানে একটি সমন্বিত সরকার গঠন করে এবং মানবাধিকার রক্ষা করে।

কভার্ডভ্যান এর পরে এবার লঞ্চ মালিকদের ধর্মঘটের ডাক

 কভার্ডভ্যান এর পরে এবার লঞ্চ মালিকদের ধর্মঘটের ডাক;

আজকের তাজা খবর ডেস্ক: ডিজেলের দাম বাড়ানোর প্রেক্ষাপটে ভাড়া বাড়ানোর প্রস্তাবের বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত না নেওয়ায় লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন মালিকরা।


শনিবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বলেন, ‘আমরা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলাম। সরকার এতে সাড়া দেয়নি। কথা ছিল দুপুরের মধ্যে আমাদের ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সেটা হয়নি। মালিকরা বলছেন, লস দিয়ে তারা আর লঞ্চ চালাবেন না। সদরঘাটের টার্মিনাল থেকে সব লঞ্চ সরিয়ে নেওয়া হচ্ছে।’

গত বৃহস্পতিবার (৪ নভেম্বর) থেকে ডিজেল-কেরোসিনের দাম প্রতি লিটার ভোক্তা পর্যায়ে ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা পুনর্নির্ধারণ করেছে সরকার। জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে জনজীবনে ব্যাপক নেতিবাচক প্রভাবের আশঙ্কায় এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। ডিজেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার থেকে বাস চালানো বন্ধ রেখেছেন মালিকরা। লঞ্চ মালিকরা ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছিলেন সরকারের কাছে।

বদিউজ্জামান বাদল আরও বলেন, মালিকরা বলছেন, আমাদের কাছে টাকা নেই, তেল কিনতে পারবো না। তাই জাহাজ চালাবো না। তেলের দাম বাড়ানোর পর প্রত্যেক ট্রিপে এক লাখ, দেড় লাখ, দুই লাখ টাকা লস। আমাদের সাহায্য করেন। আমরা বলেছি, সাহায্য তো আমরা করতে পারবো না। তারা বলছেন, তাহলে তো আমরা লঞ্চ চালাবো না।’

এর আগে ৫ নভেম্বর (শুক্রবার) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থা থেকে বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের কাছে লঞ্চ ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব পাঠানো হয়।

প্রস্তাবে প্রতি লিটার ডিজেলের মূল্য ১৫ টাকা বাড়ানোর পেক্ষাপটে লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটার পর্যন্ত ১ টাকা ৭০ পয়সার পরিবর্তে ৩ টাকা ৪০ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি ১ টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৮০ পয়সা নির্ধারণের দাবি জানিয়েছেন মালিকরা।

শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার দুই দিন পর লাশ উদ্ধার

  বিএসএফের গুলিতে সিলেটের কানাইঘাট সীমান্তে দুই বাংলাদেশি নিহত হওয়ার 2 দিন পর লাশ উদ্ধার;

আজকের তাজা খবর ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে থানা পুলিশের কাছে লাশ দুইটি হস্তান্তর করা হয়েছে।


শুক্রবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি দল কানাইঘাট থানা পুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করে।

পুলিশ নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর তাদের লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই বাংলাদেশির লাশ সীমান্ত রেখায় নোম্যান্সল্যান্ডে পড়েছিল। শুক্রবার বিজিবি লাশ দুটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (৩ নভেম্বর) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন।

নিহতরা হলেন-কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর উদ্দিন (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ উদ্দিন (২২)।

দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভিপি নুর বললেন এভাবে দেশ চলতে পারে না

 ক্রমাগত দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভিপি নুর বললেন এভাবে দেশ চলতে পারে না;

আজকের তাজা খবর ডেস্ক: গত ৬ মাসে দ্রব্যমূল্যের দাম যেভাবে বৃদ্ধি পেয়েছে তা গত ৫০ বছরে বাড়েনি। এভাবে দেশ চলতে পারে না। এমনিতেই দ্রব্যমূল্যের উর্ধগতির কারণে জনজীবন বিপর্যস্ত। তার উপরে জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মানুষের উপর আরো খড়গ নেমে আসবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর।


আজ শুক্রবার সকালে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সারা দেশে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুলহক নুর।

এসময় জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মসূচিতে একাত্মতা পোষণ করে নুর বলেন, জনগণের প্রতি জনবিচ্ছিন্ন সরকারের দায়বদ্ধতা নেই বলেই এভাবে ২/৩ টাকা নয়। হঠাৎ করে তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে।

এ সময় ড. রেজা কিবরিয়া বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে আজ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের কার্যক্রম শুরু করেছি। স্বাধীনতার ৫০ বছরেও জনগণ তার অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি। জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই এই দল। জনগণের দৈনন্দিন জীবন যাতে আরও সহজ, নিরাপদ এবং তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়, এ জন্য আমরা কাজ করব।

মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে

  মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে;

আজকের তাজা খবর ডেস্ক: মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের একটি শাখা হতে যাচ্ছে বাংলাদেশের রাজশাহীতে। আল-আজহারের একটি প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।


এ বিষয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেছেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি মরিয়ম এম রাগেই।

বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে সাক্ষাতকালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মেয়র লিটন। পরে রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা ক্যাম্পাসে মিসরের আল-আজহারের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়ে আলোচনা করেন তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক-বিশ্ববিদ্যালয় শাখা চালুর বিষয়টি ইতোমধ্যে অনুমোদিত হয়েছে। বাংলাদেশে রাজশাহীর দারুস সালাম কামিল মাদরাসার ক্যাম্পাসে শাখাটি চালুর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ। এখানে আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুস সালাম কামিল মাদরাসার সমন্বয়ে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হবে।

রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সাথে সাক্ষাত করেন ঢাকাস্থ মিসর দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

সাক্ষাতকালে মেয়র লিটন বলেন, পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজ শিক্ষানগরী রাজশাহীতে মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের প্রাক শাখা চালুর সিদ্ধান্ত গ্রহণ করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষানগরী রাজশাহীর জন্য এটি হবে অনন্য একটি সংযোজন। এ ব্যাপারে আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

আলোচনাকালে রাজশাহীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়নের ভূয়সী প্রশংসা করেন মিসরীয় দূতাবাসের ডেপুটি হেড মরিয়ম এম রাগেই।

অতিথির সাক্ষাতকালে রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মো: মশিউর রহমান, দারুস সালাম কামিল মাদরাসার অধ্যক্ষ এএইচএম শহীদুল ইসলাম, সহ-সভাপতি শিরাজী শওকত সালেহীন এলেন, উলামা কল্যাণ পরিষদ রাজশাহীর সভাপতি মাওলানা আব্দুল গনী প্রমুখ উপস্থিত ছিলেন।