শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

ডিজেলের দাম বৃদ্ধিতে গণপরিবহন বন্ধ ভোগান্তিতে সাধারণ জনগণ

 ডিজেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহন বন্ধ ভোগান্তিতে সাধারণ জনগণ;

আজকের তাজা খবর ডেস্ক:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোনো ধরনের ঘোষণা ছাড়াই রাজধানীসহ সারাদেশে একযোগে গণপরিবহন চলাচল বন্ধ রেখেছেন মালিক-শ্রমিকরা।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে সড়কে কোনো বাস দেখা যায়নি। এতেই চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়লেও এখনো ভাড়া সমন্বয় করা হয়নি। এখনই ভাড়া বাড়ানো না হলে তারা রাস্তায় পরিবহন নামাবেন না।

জানা গেছে, বুধবার (৩ নভেম্বর) মধ্যরাত থেকে ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। এ নিয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) পরিবহন খাতের বিভিন্ন সংগঠনের নেতারা বৈঠক করেন। বৈঠক থেকে ভাড়া বাড়ানোর সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও এ বিষয়ে পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলোর কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

গণপরিবহন বন্ধ থাকায় সড়কে বেরিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা বলছেন, শুক্রবার থেকে গাড়ি বন্ধ থাকার বিষয়ে তারা অবগত ছিলেন না। জরুরি প্রয়োজনে রাস্তায় বেরিয়ে তারা বিপাকে পড়েছেন।

এদিকে তেলের দাম বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারাদেশে ট্রাক-কাভার্ডভ্যান ধর্মঘটের ডাক দেওয়া হয়। জ্বালানি তেলের বর্ধিত দাম হ্রাস না করা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলেও জানান বাংলাদেশ আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় পরিবহন মালিকদের সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ সাংবাদিকদের বলেন, সারাদেশের মালিকরা সিদ্ধান্তটি নিয়েছেন। সারাদেশের বাস মালিকদের সেন্টিমেন্টের সঙ্গে আমরা কেন্দ্রীয় মালিক সমিতি একমত।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন